Monday, February 20, 2017

অন্যরকম প্রকাশনী এখন আপনার পাশে:: ছাত্র বয়সেই নিজের বই ছাপা হবে!

যে কোন আঙ্গিকেই যারা লেখালেখি করেন, তাদের সবারই স্বপ্ন থাকে ঝকঝকে ছাপায় তার বই বের হবে, তামাম দুনিয়ার লোক তা পড়বে, বাহবা দেবে, বন্ধু ও পরিচিত মহলে তাকে নিয়ে আলোচনা-সামালোচনা হবে। কিন্তু নানাবিধ বাস্তবতায় সে স্বপ্ন আলোর মুখ দেখে না। ছাত্র বয়সে সেটা আরো কঠিন কল্পনা। কিন্তু সে স্বপ্ন আজ বাস্তব হতেই পারে!!! প্রতিশ্রুতিশীল ও প্রতিভাবান কিশোর-তরুণ লেখকদের লেখালিখিকে উৎসাহিত ও সুবিস্তৃত করতে অন্যরকম প্রকাশনী এখন আপনার পাশে। এখন থেকে প্রতি বছর দুটি বিশেষ ধরনের বই প্রকাশ করবে অন্যরকম প্রকাশনী। বিস্তারিত নিচে দেয়া হল। ভার্সিটি পড়ুয়া লেখকদের জন্য:: • বাংলাদেশের যে কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত যে কেউ লেখা পাঠাতে পারবেন। • লেখার ধরনসমূহ: গল্প, ছোটগল্প, প্রবন্ধ, ভ্রমণকাহিনী, প্রতিবেদন, গবেষণাধর্মী লেখা, অনুবাদ, এবং নাটিকা। • লেখা ডাকযোগে/কুরিয়ারে অথবা ইমেইলের মাধ্যমে পাঠানো যাবে। • লেখার সঙ্গে লেখকের বিশ্ববিদ্যালয় প্রদত্ত পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি পাঠাতে হবে। লেখা পাঠানোর সর্বশেষ তারিখ: ২৩ শে জুলাই, ২০১২। লেখা বাছাই ও বই প্রকাশ: আগামী ২৩শে জুলাই ২০১২ তারিখের মধ্যে ডাকযোগে/কুরিয়ারে//ই-মেইলে দুটি ভিন্ন ক্যাটেগরিতে পাঠানো লেখাগুলোই কেবল বই প্রকাশের জন্য বিবেচিত হবে।এই লেখাগুলো থেকে বাছাইকৃত লেখা নিয়ে বই প্রকাশ করা হবে। যে সমস্ত লেখকের লেখা বইয়ে স্থান পাবে , তাদের ঠিকানায় অন্যরকম প্রকাশনীর পক্ষ থেকে বইয়ের সৌজন্য কপি পাঠানো হবে। বই পাঠানোর ক্ষেত্রে ওয়েবভিত্তিক প্রতিষ্ঠান http://www.rokomari.com এর সহায়তা নেওয়া হবে। লেখা নির্বাচনের ক্ষেত্রে অন্যরকম প্রকাশনীর সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। বিঃদ্রঃ সামাজিক দায়বদ্ধতা থেকেই এইচএসসি পড়ুয়াদের জন্য কোন সুযোগ রাখা হয়নি। অন্যরকম প্রকাশনী মনে করে যে, এইচএসসির ২০/২২ মাস লেখা পড়া সারা জীবনের ভিত্তি গড়ে দিতে সবচেয়ে বেশী ভূমিকা রাখে। পড়া-লেখাই সেখানে মুখ্য হোক অবশ্যই প্রত্যেকে নিজের মত লেখালেখির অধিকার রাখে। আর যেহেতু এই ইভেন্টটি প্রতি বছর হবে, ভার্সিটি উঠে এই ছেলে-মেয়েদের সবাই লেখা প্রকাশের সুযোগ পাবে। লেখা পাঠানোর ঠিকানা: ডাকযোগে/ কুরিয়ারে লেখা পাঠাতে, ‘অন্যরকম প্রকাশনী’ ৩৯ এ.আর.এ ভবন ৪র্থ তলা, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা-১২১৫ অথবা, ই-মেইল করুন: যোগাযোগ: আয়োজন সংক্রান্ত যে কোন জিজ্ঞাসায় যোগাযোগ করুন 01838666487 এই নম্বরে। 
Share:

0 comments:

Post a Comment

Definition List

Unordered List

Support